মানিকচক

বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা

 

লোকসভা ভোটের আগে সরগরম জেলা রাজনীতি। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে প্রায় ১৪ জন বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করলো মানিকচক থানার পুলিশ।

    অভিযোগ, গতবছর মানিকচকের মথুরাপুর অঞ্চলে আয়োজিত রামনবমীর ধর্মীয় মিছিলে বেআইনি অস্ত্র সহ দেখা গেছিলো বেশ কয়েকজনকে। তাদের চিহ্নিত করে রাখে পুলিশ। চিহ্নিত ওই ব্যক্তিদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে মানিকচক থানার পুলিশ। জানা গেছে অভিযুক্তরা প্রত্যেকেই বিজেপি দলের সদস্য ও পদাধিকারী।
মালদা জেলা এস.সি. মোর্চার সহ-সভাপতি সৌমেন মন্ডল, মানিকচক দুই-এর যুব মোর্চা সভাপতি সৌরভ রজক সহ আরও অন্যান্য নেতাকর্মীদের নাম এসেছে অভিযোগের তালিকায়। ভোটের আগে বুথ স্তরে প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মিথ্যা মামলায় কর্মীদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি।

 

 

    বিজেপির করা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী তৃণমূলের। পুলিশ নিজের কাজ করছে বলে মন্তব্য করেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।

 

    আসছে লোকসভা ভোট, অভিযোগ - পাল্টা অভিযোগের খেলা চলছে সর্বত্র। কিন্তু বেআইনি অস্ত্র রাখার অভিযোগে একসাথে প্রায় ১৪ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা একেবারেই বেনজির। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মানিকচক জুড়ে।